তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে ৯ম শ্রেণী পড়ুয়া এক ছাত্রের প্রধানমন্ত্রীর উপহার পাওয়া একটি ট্যাব চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার সকালে উপজেলার সরনজাই উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ নিয়ে ভুক্তভোগী ওই স্কুল ছাত্রের বাবা রেজাউল ইসলাম বাদী হয়ে তানোর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার জিডি নম্বর : ৭৫১।
তিনদিনেও কোন প্রতিকার না পেয়ে বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে ওই স্কুল ছাত্রের বাবা স্থানীয় গণমাধ্যম কর্মীদের বিষয়টি অবগত করেন। তিনি বলেন, তাঁর ছেলে সুজন আলী স্থানীয় সরনজাই উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র। ক্লাসে প্রথম হওয়ায় অন্যান্য মেধাবীদের মতো আমার ছেলেকেও ওয়ালটন ব্র্যান্ডের ধিষঢ়ধফ ৮এ মডেলের একটি এন্ড্রয়েড ট্যাব মাননীয় প্রধানমন্ত্রী উপহার দিয়েছেন। যার আইএমই নম্বর: ৩৫৩৬১২৭৫৩২৪৩৫৩৯, ৩৫৩৬১২৭৫৩২৪৩৫৪৭। উপজেলা প্রশাসনের মাধ্যমে কয়েকমাস আগে এই ট্যাবটি পাওয়ার পর থেকে আমার ছেলে আধুনিক প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হতে পারবে বলে আশা করছিলাম। তবে বিগত ১৭ জুলাই ওই ট্যাবটি সঙ্গে নিয়ে আমার ছেলে প্রতিদিনের মতো বিদ্যালয়ে পড়তে যায়। কিন্তু স্কুলের ক্লাস শুরুর আগে পাশের একটি কক্ষে তার ছেলেসহ কয়েকজন ছাত্রকে ব্যাচ করে প্রাইভেট পড়ান বিদ্যালয়টির সহকারী শিক্ষক মেস্তাফিজুর। সেই প্রাইভেটের ক্লাস শেষে শ্রেণী কক্ষে ব্যাগ রেখে বাথরুমে যায় তার ছেলে সুজন। পরে বাথরুম থেকে এসে দেখে তার ছেলের ব্যাগে ট্যাবটি খুজেঁ পায়নি। সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কোন ধরনের ব্যবস্থা নেয়নি কেউ। বাধ্য হয়ে থানায় জিডি করেছি বলেও তিনি জানান।
এ বিষয়ে কথা বলতে সরনজাই উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক হান্নান আলী ও সহকারী শিক্ষক মেস্তাফিজুর রহমানকে মুঠোফোনে কল করা হলে তাঁরা কোন মন্তব্য করেননি।
তবে বিদ্যালয়টির বেশ কয়েকজন শিক্ষার্থীরা জানান, এর আগেও তাঁদের বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের বাইসাইকেল ও মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, হারিয়ে যাওয়া ট্যাবটি উদ্ধারে থানা পুলিশ আন্তরিকতার সহিত কাজ করছে। সেই সঙ্গে থানা এলাকায় সকল ধরনের অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান আরও জোরদার করা হয়েছে।
এদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান বলেন, মেধাবী ওই শিক্ষার্থীর ট্যাব চুরির বিষয়টি দুঃখজনক। আমরা বিষয়টি নজওে রেখেছি।
উল্লেখ্য, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আওতাধীন জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পে ব্যবহৃত ট্যাবলেটগুলো তানোরে মাধ্যমিক পর্যায়ের ৫২টি প্রতিষ্ঠানের ৩১২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে কয়েক মাস আগে উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়েছিল।