• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ফায়ার সার্ভিস পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ১১:৩০

ফায়ার সার্ভিস পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

স্টাফ রিপোর্টার : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তর পরিদর্শন করেন সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো: খায়ারুল কবীর মেনন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি ফায়ারা সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তর পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  নগরীতে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের উপ-পরিচালক ওহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সহকারী পরিচালক একেএম মোর্সেদসহ অত্র স্টেশনের কর্মকর্তা, ফায়ার ফাইটার ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো: খায়ারুল কবীর মেনন উপস্থিত হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফের নেতৃত্বে একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  ফাঁকা দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675