• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চারদফা দাবিতে রাজশাহীতে আইডিইবির বিক্ষোভ

প্রকাশ: রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ৫:২২

চারদফা দাবিতে রাজশাহীতে আইডিইবির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: চারদফা দাবি বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) রাজশাহী জেলা শাখা। রোববার দুপুরে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

এর আগে পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের রাজশাহী জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানেও তাদের চারদফা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাবিতে বিক্ষোভ মিছিল

চারদফা দাবি হলো- ২০০০ সাল থেকে চালু থাকা চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছরে নামিয়ে আনার আত্মঘাতি সিদ্ধান্ত থেকে সরে আসা, বিএনবিসি ২০২০-এ সংযোজিত জনস্বার্থবিরোধী ধারা ও উপধারা সংশোধন করা; ডিপ্লোমা প্রকৌশলীদের বিশেষ ইনক্রিমেন্ট প্রদান, পদোন্নতির কোটা ৫০ শতাংশে উন্নীতকরণ, পেশাগত সমস্যার সমাধান, বেকারদের কর্মসংস্থান ও বেসরকারী চাকরিতে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের সমস্যা সমাধান করা এবং পলিটেকনিক ও কারিগারি শিক্ষার্থীদের সমস্যার সমাধান, শিক্ষকদের পদোন্নতি, স্টেপ শিক্ষকদের নিয়মিতকরণ এবং ছাত্র-ছাত্রীদের বৃত্তি ও ইন্ডাস্ট্রিয়াল প্রশিক্ষণ ভাতা বৃদ্ধি করা।

আরও পড়ুনঃ  বাঘায় সমাজ কল্যাণ পরিষদ রাজশাহী এর আয়োজনে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী একেএমএ হামিদ। রাজশাহীর নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী মো. আমিনুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক কামরুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সালাহ উদ্দীন আল ওয়াদুদ, সংগঠনের জেলা শাখার অর্থ সম্পাদক প্রকৌশলী আবু বাশির, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের জেলা শাখার সদস্য সচিব প্রকৌশলী মো. আয়াতুল্লাহ ও বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির রাজশাহী পলিটেকনিক শাখার সভাপতি এএসএম মাঞ্জারুল ইসলাম।

আরও পড়ুনঃ  অটো থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে শিশু নিহত

অনুষ্ঠানে ডিপ্লোমী প্রকৌশলী এবং ডিপ্লোমা প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রোজার আগেই নেই বোতলজাত তেল খোলা সয়াবিন তেলেরও সঙ্কট
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রাজশাহীতে রাষ্ট্র সংষ্কার আন্দোলনের সমঝোতা সংলাপ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675