• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

এনামুলকে শিবিরের সভাপতি বলায় মিনুর বিরুদ্ধে মামলা

প্রকাশ: রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ৮:৪৭

এনামুলকে শিবিরের সভাপতি বলায় মিনুর বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক : রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি এনামুল হক ছাত্রশিবিরের সভাপতি ছিলেন- এমন বক্তব্য দেওয়ার কারণে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার এমপি এনামুলের পক্ষে তাঁর মালিকানাধীন এনা গ্রুপের স্টাফ অফিসার পারভেজ হোসেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেছেন।

এ নিয়ে যোগাযোগ করা হলে মামলার বাদী কোন কথা বলতে চাননি। তবে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমপি এনামুল হক। তিনি বলেন, ‘আমার পক্ষে স্টাফ অফিসার মামলাটি করেছেন। আমার আইনজীবী হুমায়ুন আহমেদ আমাকে জানিয়েছেন যে, আদালত মামলাটি গ্রহণ করেছেন। তবে আদেশ কাল দেবেন।’

সম্প্রতি একটি বেসরকারী টেলিভিশন চ্যানেল রাজশাহীতে একটি টকশোর আয়োজন করে। সেখানে আলোচক হিসেবে অংশ নেন বিএনপি নেতা রাজশাহী সিটির সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক এমপি আবদুল ওয়াদুদ দারা। আলোচনার একপর্যায়ে রাজশাহীর সরকারদলীয় চার এমপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মিনু।

আরও পড়ুনঃ  মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি: তিন দিন পর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা

বাগমারার এমপি এনামুল হক সম্পর্কে মিনু বলেন, ‘এমপি এনামুল সাহেব! জীবনে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ কিছুই করতে দেখি নাই। বরঞ্চ বগুড়ায় যখন পড়াশোনা করতো তখন সে শিবিরের প্রেসিডেন্ট ছিল। হি ইজ নাও এমপি।’ ওই টকশোতে মিনু বলেন, ‘রাজশাহীর-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ওমর ফারুক চৌধুরী। তাকে আমি দেখেছি রাজশাহী মাদ্রসা মাঠের স্টেজে কর্নেল ফারুকের পাশে অস্ত্র নিয়ে জনগণের দিকে তাক করা। তিনি এখন আওয়ামী লীগের এমপি।’

রাজশাহী-৫ আসনের এমপি ডা. মনসুর রহমান সম্পর্কে মিনু বলেন, ‘আমি তো মনে করতাম সে বিএনপি করতো। আমাদের মন্ত্রী কবির ভাইয়ের ড্রয়িংরুমে সবসময় বসে থাকতো প্রমোশন আর ট্রান্সফারের জন্য। এখন দেখি মনসুরও এমপি।’ রাজশাহী-৬ আসনের এমপি শাহরিয়ার আলম সম্পর্কে তিনি বলেন, ‘আরেকজন হচ্ছে চারঘাটের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ও আমার সাথে তদবির করতে আসছিল বিএনপি থেকে ভোট করবে। আমি বলেছি ব্যবসা করছো। কর গা। এখানে এসো না… তো ও জীবনে ছাত্রলীগ, যুবলীগ করেনি।’

আরও পড়ুনঃ  ১৭ বছর পর নিয়োগের রায় পেলেন ২৭তম বিসিএস’এর ১১৩৭ জন

এই টকশো প্রচারের পর এ নিয়ে রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। চার এমপির অনুসারীরা মিনুর মন্তব্য মিথ্যা দাবি করে ফেসবুকে পোস্ট করতে থাকেন। আবার আওয়ামী লীগের কোন কোন নেতাকর্মীই টকশোর ভিডিও ক্লিপ শেয়ার করে মিনুর বক্তব্যকে সত্য বলে মন্তব্য করেন। শেষপর্যন্ত বিষয়টি নিয়ে এমপি এনামুলের পক্ষে মামলা হলো।
মামলার আরজিতে বলা হয়েছে, এমপি এনামুল হক ছাত্রজীবনে ছাত্রলীগ এবং পরবর্তীতে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি কখনই শিবির করেননি। ২০০৮ সাল থেকে তিনি টানা তিনবার এমপি রয়েছেন। তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে বিএনপি নেতা মিজানুর রহমান মিনু মিথ্যা কথা বলেছেন।

আরও পড়ুনঃ  পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম

তবে মিজানুর রহমান মিনু এখনও তাঁর মন্তব্যে অটল। রোববার বিকালে তিনি বলেন, ‘আমার সেদিনের বক্তব্য দিনের আলোর মতো পরিষ্কার। রাজশাহীর সব মানুষ জানে।’ মামলা প্রসঙ্গে তিনি বলেন, মামলা নিয়ে আমরা চিন্তিত নই। আমার নামে ৬২টা মামলা আছে। এটার মাধ্যমে না হয় ৬৩টা হবে। আমার কর্মীরাই মামলা নিয়ে চিন্তা করে না, আর আমি লিডার!’

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675