• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে ভারতীয় ভিসা করতে গিয়ে ভুয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ১১:৩২

রাজশাহীতে ভারতীয় ভিসা করতে গিয়ে ভুয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহীস্থ সহকারী ভারতীয় হাইকমিশনারের কার্যালয়ে ভারতীয় ভিসা করতে এসে আপ্পা সাঈদ নামে সেনাবাহিনীর এক ভুয়া কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে আটক করে। সাঈদ নিজেকে মেজর জেনারেল পরিচয় দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আটককৃত সেনাবাহিনীর ভুয়া এই কর্মকর্তা যশোরের কোতোয়ালি থানা এলাকার সাঈদ আব্দুল ওলির ছেলে।

আরও পড়ুনঃ  ধর্ম উপদেষ্টা কাল রাজশাহী আসছেন

ভারতীয় ভিসা কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে আপ্পা সাইদ নিজেকে সেনাবাহিনীর মেজর জেনারেল পরিচয় দিয়ে কথা বলেন। পরে ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করলে, তিনি আইডি কার্ডসহ সংশ্লিষ্ট সব ধরনের কাগজ দেখাতে ব্যর্থ হন। বিষয়টি সহকারী ভারতীয় হাইকমিশনার মনোজ কুমারকে জানালে তিনি পুলিশ ডেকে সেনাবাহিনীর ভুয়া এই মেজর জেনারেলকে সোপর্দ করার নির্দেশ দেন। পরে বোয়ালিয়া থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ  ফরিদপুর জেলা শ্রেষ্ঠ সার্কেল আসিফ ইকবাল

আটককৃত আপ্পা সাইদ জানান, তিনি ভারতে গিয়ে তারপর সেখান থেকে বিদেশে যাবেন বলে চট্টগ্রামের এক ব্যক্তির হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন। পরে অজ্ঞাত ওই ব্যক্তি সোমবার সকালে তাকে যশোর থেকে রাজশাহী নিয়ে আসেন। এর আগেও তিনি দুইবার ভারতে গিয়েছিলেন। তিনি পেশার একজন কাপড় ব্যবসায়ী। তিনি সেনাবাহিনীর মেজর জেনারেল পরিচয় দেন নি বলে দাবি করেন। তবে তিনি ওই ব্যক্তির নাম এবং পরিচয় জানাতে পারেন নি।

আরও পড়ুনঃ  গরম পানিতে দগ্ধ হয়ে রাজশাহী কারাগারের এক কয়েদির মৃত্যু

এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, ভারতীয় সহকারী হাইকমিশনারের দপ্তর থেকে সাঈদ নামের এক ব্যক্তিকে আটক করে নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675