স্টাফ রিপোর্টার:
সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশনের তত্ত্বাবধানে খান ফাউন্ডেশন কর্তৃক বা¯ত্মবায়নাধীন অপরাজিতা প্রকল্পের আওতায় জেলা অপরাজিতা নেটওয়ার্ক‘র ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে রাজশাহী জেলা পরিষদের সভা কড়্গে অনুষ্ঠিত জেলা অপরাজিতা নেটওয়ার্ক গঠন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। প্রধান অতিথি‘র বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, অপরাজিতা নারীর রাজনৈতিক ড়্গমতায়ন প্রকল্প‘র জেলা অপরাজিতা নেটওয়ার্ক এর আজকের সভায় ২১ সদস্য বিশিষ্ট যে কমিটি গঠন হয়েছে আমি তাদের অভিনন্দন জানাই। আমি আশা করি, জেলা অপরাজিতা নেটওয়ার্কের জেলার সকল নারীদের কল্যানে নেতৃত্ব বিকাশ, দড়্গতা অর্জন, আর্থিক স্বাবলম্বী অর্জন, নারীর ড়্গমতায়ন সহ নারীদের উন্নয়নে বিভিন্ন ইতিবাচক কার্যক্রম ব্য¯ত্মবায়নের লড়্গ্েয ভালো কাজ করবেন। সেই সাথে আমি জেলা অপরাজিতা নেটওয়ার্কের উত্তরোত্তর আরো সাফল্য কামানা করি।
রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এর সভাপতি রোজেটি নাজনীন এর সভাপতিত্বে এবং রাজশাহী জেলা কর্মসূচী সমন্বয়কারী সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত জেলা নেটওয়ার্ক গঠন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ক্লাস্টার‘র কর্মসূর্চী সমন্বয়কারী মোঃ মোর্শেদ আলম, রাজশাহী ক্লাস্টারের এ্যাডভোকেসী নেটওয়ার্ক কোঅর্ডিনেটর শাহীনা লাইজু। কমিটিতে নি¤্নােক্ত পদগুলো প্র¯ত্মাব ও সমর্থনের মাধ্যমে নির্বাচিত হন যথক্রমে- সভাপতি জনাব মোসাঃ মৌসুমী রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান, পুঠিয়া, সহ-সভাপতি জনাব মোসাঃ নাসরিন খাতুন, সভাপতি, উপজেলা যুব মহিলা লীগ, চারঘাট, সাধারণ সম্পাদক জনাব মোসাঃ ফাহিমা বেগম, নারীনেত্রী, পারিলা ইউপি, পবা, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোসাঃ রহিমা বেগম, নারীনেত্রী, বড়গাছী ইউপি, পবা, সাংগঠনিক সম্পাদক জনাব মোসাঃ নুরিয়া বেগম, সাধারণ সম্পাদক, যুব মহিলা লীগ, নিমপাড়া ইউপি, চারঘাট, কোষাধ্যড়্গ জনাব মোসাঃ শাবনাজ, নারীনেত্রী, পুঠিয়া।