স্টাফ রিপোর্টার:
রাজশাহীর চারঘাট উপজেলায় দুই দিনব্যাপী উপজেলা সাহিত্য মেলা শুরম্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ফেলুন ও ফেস্টুন উড়িয়ে সাহিত্য মেলার উদ্বোধন করেন রাজশাহী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা। পরে ‘সাহিত্য এবং সংস্কৃতি সমাজ ও সভ্যতার দর্পণস্বরূপ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোহরাব হোসেন সভাপতিত্ব করেন। আলোচক হিসেবে কথা বলেন রাজশাহী অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রম্নহুল আমিন প্রামাণিক, সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা, মোহাম্মদ আব্দুল হাদী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাহাজ উদ্দিন, সরদহ সরকারি মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. মাজদার রহমান এবং কবি ও সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফকরম্নল ইসলাম ও চারঘাট পৌরসভার মেয়র মো. একরামুল হক। অনুষ্ঠানে শিক্ষক, তরম্নণ লেখক, কবি-সাহিত্যিকেরা উপস্থিত ছিলেন। তৃণমূল পর্যায়ের লেখক, কবি, নাট্যকার ও গবেষকদের সম্মিলন ঘটানোর জন্য এই আয়োজন করেছে চারঘাট উপজেলা প্রশাসন।