নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। সকাল ৯:১৮। ১১ মে, ২০২৫।

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

জুলাই ২৮, ২০২৪ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়া রুবেল ভূঁইয়া (৪৫) নামের এক সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। রোববার ভোরে কারাগারে অসুস্থ হয়ে পড়লে রুবেল সরকারকে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রুবেল ভূঁইয়া সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার খলিলুর রহমানের ছেলে।
সিরাজগঞ্জ কারাগারের জেলার আবু নুর মো. রেজা এতথ্য নিশ্চিত করে বলেন, যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি রুবেল ভূঁইয়া। গত ১৩ জুলাই সাজা মূলে তাঁকে কারাগারে আনা হয়।
আবু নুর আরও বলেন, রোববার ভোর ৪টার দিকে রুবেল ভূঁইয়া অসুস্থ হয়ে পড়েন। তখন কারাগারের চিকিৎসকের পরামর্শে তাঁকে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।