মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

নওগাঁ পাউবোর প্রকৌশলীকে প্রত্যাহারে ঠিকাদারদের সাতদিনের আলটিমেটাম

স্টাফ রিপোর্টার: পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নওগাঁর নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমানকে প্রত্যাহারে সাতদিনের আলটিমেটাম দিয়েছেন ঠিকাদাররা। রোববার সকালে রাজশাহী পাউবো চত্ত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে থেকে এই আলটিমেটাম দেন তারা। রাজশাহী পাউবো সম্মিলিত ঠিকাদার সমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। পরে এ দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, নওগাঁ পাউবোর নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমান অসৎ কর্মকর্তা। গোপালগঞ্জ থেকে বদলী হয়ে এসে নওগাঁর এ নির্বাহী প্রকৌশলী নানাভাবে ঠিকাদারদের হয়রানী করছেন। কাজ শেষে বিলের জন্য আবেদন করা হলেও কালক্ষেপণ করছেন। সর্বশেষ রাজশাহীর একজন ঠিকাদার ও বীর মুক্তিযোদ্ধাকে চরমভাবে লাঞ্ছিত করা হয়। ওই ঠিকাদার তার কাজ বাস্তবায়নের পর বিলের জন্য গেলে তাকে লাঞ্ছিত করা হয়। তাৎক্ষনিক এ ঘটনার প্রতিবাদ জানানো হলেও এখনো ওই কর্মকর্তা বহাল তবিয়তে রয়েছেন।

বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা বলেন, ওই প্রকৌশলী এর আগে গোপালগঞ্জে থাকা অবস্থায় আর্থিক কর্মকাণ্ডে ঘাপলার কারণে তাকে নওগাঁয় বদলী করা হয়। এখানে এসেও তিনি একই কারবার শুরু করেছেন। ঠিকাদার সমাজ তাই এ কর্মকর্তাকে অবিলম্বে অপসারণের দাবি জানাচ্ছে। সাতদিনের মধ্যে তাকে প্রত্যাহার করা না হলে বীর মুক্তিযোদ্ধা ও ঠিকাদাররা আন্দোলন চালিয়ে যাবে।

রাজশাহী পাউবো সম্মিলিত ঠিকাদার সমাজের আহবায়ক খাজা তারেকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক মো. জামাত খান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মতিন, বীর মুক্তিযোদ্বা আবদুস সালাম, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, ঠিকাদার আতিকুর রহমান মন্টু, চাঁপাইনবাবগঞ্জ পাউবো ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন নাসের, শ্রমিকলীগ নেতা মাসুদ রানা শাহীন, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতা গোলাম নবী রনি, তরুণ ব্যবসায়ী কেএম জোবায়েদ হোসেন জিতু প্রমুখ।

পরে তারা রাজশাহী পাউবো (উত্তর-পশিচমাঞ্চল) প্রধান প্রকৌশলীর মাধ্যমে পানিসম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী, পাউবো মহাপরিচালক, পাউবোর শৃঙ্খলা পরিদফপ্তরের পরিচালক, তত্বাবধায়ক প্রকৌশলী বরাবর স্মারকলিপি দেন। এ বিষয়ে কথা বলার জন্য পাউবো প্রকৌশলী ফইজুর রহমানের সরকারি মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

সর্বাধিক পঠিত