- প্রকাশিত : ২০২২-১২-০৪
- ৮০ বার পঠিত
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ‘যুব সমাজ হুমকির মুখে: কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মাদকাসক্তির প্রকৃতি ও আমাদের করণীয়’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে রাজশাহী কলেজ কর্তৃপক্ষ কলেজের মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক।
তিনি শিক্ষার্থীদেরকে জীবন গঠনে সতর্ক হয়ে চলতে এবং নিজেকে মানবসম্পদে পরিণত হতে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। আহ্বান জানান মাদক থেকে দূরে থাকার। সেমিনারে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক। আরও বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান, কলেজের উপাধ্যক্ষ মোহা. অলিউর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দা জান্নাতুন সায়মা।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..