- প্রকাশিত : ২০২২-১২-০৮
- ৮৮ বার পঠিত
স্টাফ রিপোর্টার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তিন দিনের সরকারি সফরে রাজশাহী এসেছেন। বৃহস্পতিবার বিকাল ৩টায় তিনি সড়কপথে ঢাকা থেকে নিজের নির্বাচনী এলাকা রাজশাহীর বাঘা এসে পৌঁছান। সরকারী এক তথ্য বিবরণীতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত নিজের নির্বাচনী এলাকা বাঘা ও চারঘাট উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন প্রতিমন্ত্রী। পরে শনিবার সন্ধ্যায় তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন। তাঁর আগমনে সংশ্লিষ্টরা সব প্রস্তুতি নিয়েছেন।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..