- প্রকাশিত : ২০২৩-০১-২৯
- ৮৬ বার পঠিত
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অন্ধকার বাংলাদেশকে আলোর বাংলাদেশে পরিণত করেছেন। তাই আগামীতে যে নির্বাচন হবে, সেখানেও সরকার গঠন করবেন শেখ হাসিনা।
রোববার বিকালে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। জনসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আবদুর রহমান আরও বলেন, ‘এই দেশে কোন অপরাজনৈতিক দলের ক্ষমতায় আসার সুযোগ নেই। আগামীতে যে নির্বাচন হবে সেখানেও সরকার গঠন করবেন শেখ হাসিনা, এর কোন বিকল্প নেই।’
আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে আবদুর রহমান বলেন, ‘শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে এখনও প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রার জন্য শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। নইলে বাংলাদেশ পিছিয়ে পড়বে।’
জনসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ কেন্দ্রীয় এবং স্থানীয় অন্য নেতারা বক্তব্য দেন। সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..