×
  • প্রকাশিত : ২০২৩-০৩-১৭
  • ৫০ বার পঠিত
স্টাফ রিপোর্টার: লালমনিরহাট-ঢাকা রুটে চলাচলকারী লালমনি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১৪০ জন বিনা টিকিটের যাত্রীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন থেকে নাটোর পর্যন্ত এ অভিযান চালান পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। এ সময় তার সঙ্গে রেল মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. ফেরদৌসও উপস্থিত ছিলেন।

অসীম কুমার তালুকদার জানান, ‘বৃহস্পতিবার হাওয়ায় স্বাভাবিকের চেয়ে ট্রেনে যাত্রীর চাপ ছিল বেশি। টিকিটবিহীন যাত্রীর সংখ্যাও ছিল অনেক। ট্রেনে মসজিদেও ভেতরে টিকিট ছাড়া চারজন যাত্রী পাওয়া যায়। একজন প্রতিবন্ধী টিকিট না কেটেই লালমনিরহাট যাচ্ছিলেন। তার টিকিট নাকি লাগে না! তিনি কাউন্টার থেকে রেয়াতি ভাড়ায় টিকিট নিতে পারতেন, কিন্তু ট্রেনের মধ্যে নয়। বিষয়টি বুঝিয়ে তাকেও ট্রেনে টিকিট কাটানো হয়।

তিনি জানান, ট্রেনে টিকিট বিহীন যাত্রী পাওয়া গেছে ১৪০ জন। অভিযানে জরিমানাসহ ভাড়া বাবদ আদায় করা হয় হয়েছে ৪৪ হাজার ৩০০ টাকা। আদায় করা টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat