কামাল বারি একটি দুটি ভুলের কঙ্কালতুমি ঘিলুর ভেতর ঢুকিয়ে নিলে;তুমি হাঁটুর ঘিলু সর্বান্তরেতারে পাঁজরে বাহিরে ছড়িয়ে দিলে… সমগ্র ভুলে সাঁতরে তুমি দিগ্বিজয়ী…!আপন কায়া দেখছো না তো— ক্ষীণদৃষ্টি…! জটিল জলে ঘুরপাকেযদিও সায় নেই;পপিফুলের ভুলানি ঘ্রাণেগ্রহণে কোনও দায় নেই… ভুল মাতালের পদ্য-পুরাণেছয়ঋতু সমান যায় না যদিবা…রসুন রুয়ে বর্গি ভুলাবে—নাকি রসুইঘরের রাঁধুনি? আশৈশব ভুল দান দিয়েতুমি না হয়… Continue reading থুড়ি দাও
Category: কবিতা
একখণ্ড কাচ ভেঙে ছড়িয়ে পড়ার মতো…
কামাল বারি আবছা— দেয়াল— কিংবা পাখির ঝাঁক—একটি বিন্দু থেকে এক তুড়িতেই ছড়িয়ে পড়ে—একখণ্ড কাচ ভেঙে ছড়িয়ে পড়ার মতো উড়ে যায় পাখি—;কেবল চঞ্চুর প্রয়োজনে পাখির মুখের হাসি দেখা যায় না……তাবৎ মুখরতা ক্রুদ্ধ চোখে ক্রন্দন হ’য়ে ফোটে…! সোনালি চুমুরের নারকেল গাছেপাখিদের— ভ্রমরের— বাতাসের সবিশেষ অনুরাগ—দেখে দেখে মুগ্ধ দুচোখ…! শেষ জলটুকু পান ক’রে পৃথিবীর কেজো হাত— কিলবিল চলে… Continue reading একখণ্ড কাচ ভেঙে ছড়িয়ে পড়ার মতো…
জট খোলে না তো আমাদের সংযোগের
কামাল বারি পরিকল্পনা করছি— শিশুদের জন্য কাজ করে যাবো আমিকবিতা পাঠিয়ে দেবো সর্বত্রপ্রকাশের নীরবতার মতো নতুন কবিতার প্রকাশে যাবোবিশ্বাসের বোধে ডা. আলী আকবর বিশ্বাসের সাথে স্বাস্থ্য বিষয়ে কথা বলবো সে কেন আমার শ্বাসরুদ্ধকর অবস্থায় মৌনতম দূরত্বে রয়েছে?চাকরির বিজ্ঞাপন তো কিছুই প্রকাশ করছি নাচৌকস দলে সংযোগ নেই…এক শহরের আবাসিক— তবু জট খোলে না তো আমাদের সংযোগের!থেমে… Continue reading জট খোলে না তো আমাদের সংযোগের
আমরা মানতে চেয়েছি প্রশান্তি
কামাল বারি সমুদ্রের নীল সড়কে ফেনার মতো নাবিকেরা ভাসে…;জমকাল শোক, শোভা- সৌরভ, সৌরতা নিয়ে ভেসে আসেবিশ্ববাজার-; বন্দরে আলোক সজ্জিত শিশমহলেরঅন্ধ কক্ষ- নৃত্যরত সময়ের আপাত অনঙ্গ দেহ;উড়বাজ বণিকের পুঞ্জাক্ষি ছেদ করে নিরেট বৃত্ত;শান্ত নীরব দর্শনে শ্রবণে আমরা মানতে চেয়েছিপ্রশান্তি; অথচ, পোশাক যায়- রক্ত-মাংস-করোটি যায়-মৃত্তিকায়, লেহনে মৈথুনে শয্যার পর শয্যা খনন-সামর্থবান, রোদ জোছনা শিশির ছুঁয়ে দেখলো না… Continue reading আমরা মানতে চেয়েছি প্রশান্তি