• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • newsgonodhoniprotidin@gmail.com
  • +88-01727-202675

কম দামি তামাকপণ্যের ব্যবহার বাড়বে

প্রস্তাবিত বাজেটে কোনো দাবি আমলে নেওয়া হয়নি বলে দাবি করেছে তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞা ও আত্মা। সংগঠন দুটি বলছে, প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে কম দামি তামাকপণ্যের ব্যবহার বেড়ে যাবে। সরকারের স্বাস্থ্য ব্যয় বাড়বে এবং বাড়তি রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে সরকার। বৃহস্পতিবার তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়ায় প্রজ্ঞা ও আত্মা আরও জানায়, প্রস্তাবিত বাজেটে নিম্ন স্তরে ১০ শলাকা সিগারেটের খুচরামূল্য ১ টাকা বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে।

বাজেট কার্যকর হলে এই স্তরে সিগারেটের দাম বাড়বে মাত্র ২ দশমিক ৫৬ শতাংশ, যা ১০ শতাংশ মাথাপিছু আয় বৃদ্ধির তুলনায় নগণ্য। বাস্তবে এই স্তরে সিগারেটের প্রকৃত মূল্য চরম হ্রাস পাবে এবং তরুণ ও নিম্ন আয়ের মানুষ ব্যবহারে উৎসাহী হবে। প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের বলেন, বাজেটে কম দামি সিগারেটের দাম প্রায় অপরিবর্তিত রাখা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *


সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675