বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

রাজশাহীতে ডাকাত দলের সর্দার গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ডাকাত দলের এক সর্দারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম আরাফাত হোসেন তুষার (৩৩)। রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার বাসিন্দা তিনি। র‌্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানীর একটি দল মঙ্গলবার রাতে নগরীর শেখপাড়া এলাকার এক বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে। র‌্যাব জানায়, গত ২১ আগস্ট ভোররাতে রাজশাহী নগরীর শাহমখদুম থানার নওদাপাড়া পোস্টাল একাডেমীর সামনে অ্যাম্বুলেন্সে করে এসে পান ব্যবসায়ীদের ৩৪ লাখ ২৭ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায় ডাকাত দল। এই ডাকাত দলের প্রধান আরাফাত হোসেন তুষার। তিনি আত্মগোপনে ছিলেন।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদেই তুষার ওই স্বশস্ত্র ডাকাত দলে নেতৃত্ব দেওয়ার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাকে শাহমখদুম থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

এর আগে ওই ডাকাতির ঘটনায় একলাছ মোল্লা নামের এক পান ব্যবসায়ী বাদী হয়ে শাহ মখদুম থানায় ডাকাতির মামলা করেছিলেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১৬ লাখ ৮৪ হাজার ৯৪০ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছিল।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com