বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

লালপুরে সড়ক দুর্ঘটনায় আহত মাদ্রাসা ছাত্রের চারদিনেও জ্ঞান ফিরেনি

মোহা: আসলাম আলী, বাঘা: নাটোরের লালপুরে সড়ক সড়ক দুর্ঘটনায় আহত মাদ্রাসা ছাত্র হাসিবুলের চার দিনেও জ্ঞান ফিরেনি। সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকে) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। হাসিবুল ইসলাম (১৫) বেরিলাবাড়ী দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। সে দুড়দুড়িয়া ইউনিয়নের জয়পুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
পারিবারিক সুত্রে জানা গেছে,গত পহেলা ফেব্রুয়ারী শনিবার সকালে পার্শবতী পাইকপাড়া গ্রাম নানীর বাড়ি যাওয়ার উদ্দেশ্য মোটরসাইকেলে নিয়ে রওনা হয় সে। পতিমধ্যে বানেশ্বর-ঈশ্বরদী সড়কের আট্রিকা আমড়া তলা নামক স্থানে পৌছলে সে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়কে ছিটকে পড়ে যায়। এসময় তার চোখ- মুখ ছুলে যায়। মাথায় আঘাত প্রাপ্ত হয়। এসময় স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকে) প্রেরণ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত চার দিন পেরিয়ে গেলেও তার জ্ঞান ফরেনি বলে জানান তার পরিবার। বর্তমান সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চিকিৎসক জানান, তার মাথায় ইনজুরী হয়েছে। ফলে কথা বলতে কষ্ট হচ্ছে। মাথায় আঘাতপ্রাপ্ত রোগীদের সুস্থ হয়ে উঠতে একটু সময় লাগে।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com