শনিবার, মে ১৮, ২০২৪

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

দেশে দুর্ভিক্ষ হবে না: ড. আতিউর রহমান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে আর কখনও দুর্ভিক্ষ হবে না বলে মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমান। তিনি বলেছেন, ‘এখন গ্রামের আয়-রোজগার বেড়েছে। কৃষিতে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। সুতরাং বলায় যায়, বাংলাদেশে আর কখনও দুর্ভিক্ষ হবে না।’

শুক্রবার বেলা ১১টায় রাজশাহী সিটি করপোরেশন আয়োজিত এক গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। নগর ভবনের গ্রিন প্লাজায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ড. আতিউর রহমানকেও গুণিজন সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন নিয়ে অনেকেই মন্তব্য করছেন। আমি শুধু এইটুকু বলে যেতে চাই, বাংলাদেশ আর কোনদিন দুর্ভিক্ষ হবে না।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের ২৭৩ ডলার মাথাপিঁছু আয় রেখে গিয়েছিলেন। এখন তা অনেক বেড়েছে। বঙ্গবন্ধু যে ধরনের বাংলাদেশ চেয়েছিলেন, সেই ধরনের কাজ করে যাচ্ছেন তাঁর কন্যা শেখ হাসিনা। রাজশাহী এসেও সে উন্নয়ন দেখতে পাচ্ছি।’

রাজশাহী সবুজ নগরী উল্লেখ করে তিনি বলেন, ‘রাজশাহীর সবুজ বিবর্তন হয়েছে, সেটি আমি দেখতে চেয়েছিলাম। সেটি আমি পেয়েছি। কী করে একটি নগর সবুজ ও জীবন্ত হয়ে উঠছে! আমরা এই রকম আর একটি নগর গড়ে তুলতে পারছি না। নগরগুলো ঢাকাকে অনুকরণ করছে, কিন্তু রাজশাহী ব্যতিক্রম। এখানে একটা সবুজ নগর গড়ে উঠেছে।’

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে দেশের ছয়জন গুণি ব্যক্তিকে সংবর্ধনা জানানো হয়।

সর্বাধিক পঠিত