বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

মহানগর যুব ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে যুব ইউনিয়নের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১১টার দিকে এর উদ্বোধন করেন রাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাগীব আহসান মুন্না।

সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজ আদনান রিয়াদ। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড এনামুল হক ও সাধারণ সম্পাদক আফতাব হোসেন কাজল।

দুপুরে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে অসীম কুমার লিটনকে মহানগর কমিটির সভাপতি ও মো. রাজীব আহসান জিমিকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের মহানগর কমিটি গঠন করা হয়। এছাড়া রবিউল ইসলাম সানিকে আহ্বায়ক ও সামির জিয়া আহসানকে যুগ্ম আহ্বায়ক করে ৯ সদস্যর জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অসীম কুমার লিটন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে খেলাঘর আসরের রাজশাহী জেলার শিল্পীরা গণসংঙ্গীত পরিবেশন করেন।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com