স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় ৮ নং ওয়ার্ডের আয়োজনে নবনির্বাচিত মেয়র সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার ( ২৪ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪ টায় চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে এ সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাঘা পৌর সভার নবনির্বাচত মেয়র আক্কাস আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন্ উপজেলা পরিষদের ভাইচ চেয়াম্যান ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী,নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার,আ’লীগ নেতা সেলিম রেজা,বাজুবাঘা ইউনিয়ন আ’লীগ নেতা মোস্তাক আহমেদ,সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম শেম্পু,সাবেক ছাত্রলীগ সভাপতি মাইনুল ইসলাম মুক্তা,ছাত্রলীগ নেতা ছানোয়ার সুরুজ,সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম টগর,প্রভাষক মুন্জুর কাদির,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মজিদ সোনা,ছাত্রনেতা মাখন আলী,রাসেল,সাহাবুল, সুলতান,সজল,মনিসহ পৌর কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। নবনির্বাচিত মেয়র আক্কাস আলী বলেন,আমি পৌরবাসীর ভালোবাসায় কৃতজ্ঞ। গত ২৯ ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে আমার বিরুদ্ধে একটি মহল নানামুখী ষড়যন্ত্র করেছেন। কিন্তু নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা,আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী,গনমাধ্যম কর্মীর তৎপরতায় নির্বাচন সুষ্ঠুও নিরপেক্ষ হয়েছে। এ কারনে ষড়যন্ত্রকারীদের কোন চেষ্টাই কাজে লাগেনি। তাই ভোটাররা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন,নিজেদের দুর্নীতি ও অপকর্মের জন্য যারা গনবিচ্ছিন্ন,জনগন তাদের প্রত্যাখান করেছেন। পরিশেষে পৌরবাসীসহ সবার দোয়া ও সহযোগীতা কামনা করে পৌর উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং পৌরসভা মডেল হিসেবে উপহার দেবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
প্রসঙ্গত,গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয় বাঘা পৌর নির্বাচন। এ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে (জগ প্রতীক) নিয়ে ১২ হাজার ৩৩ ভোট পেয়ে বিজয়ী হয় জেলা আ’লীগ সদস্য আক্কাস আলী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন,আ’লীগ মনোনীত পৌর যুবলীগের যুগ্ন সম্পাদক (নৌকা) প্রতীক নিয়ে শাহিনুর রহমান পিন্টু পেয়েছেন ৬ হাজার ১শত ৮৭ ভোট। এছাড়া পৌর জামায়াতের আমির (নারিকেল গাছ) প্রতীক নিয়ে অধ্যাপক সাইফুল ইসলাম পেয়েছেন,৩ হাজার ৪ শত ৮৫ ভোট,পৌর বিএনপির সভাপতি (কম্পিউটার) প্রতীক নিয়ে কামাল হোসেন ১ হাজার ৯ শত ৮৩ ভোট এবং (মোবাইল ফোন) প্রতীক নিয়ে ইসরাফিল হোসেন পেয়েছেন ৪ শত ২২ ভোট। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১৬৬৯ জন।