বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

শিবগঞ্জে অবৈধভাবে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

আজ বুধবার ভোর চারটার দিকে সাত্তারের ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার উজিরপুর ইউনিয়নের আজিজুল ইসলাম (৪৫), মো. হেলাল (২৪) ও রবিউল ইসলাম। তাঁদের মধ্যে আজিজুল ইসলামকে এক বছর এবং মো. হেলাল ও রবিউল ইসলামকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন বলেন, ‘রাতে অবৈধভাবে পদ্মা নদী থেকে বালু তোলার অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের মধ্যে দুজনকে তিন মাস এবং একজনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com