স্টাফ রিপোর্টার: রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার আজ মঙ্গলবার হযরত শাহমখদুম রূপশ (র.)-এর মাজার পরিদর্শন করেছেন। বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর দরগাপাড়া এলাকায় হযরত শাহমখদুম রূপশ (র.)-এর মাজার পরিদর্শনে যান তিনি।
এ সময় তিনি মাজারের পাশে হযরত শাহমখদুম রূপশ (র.)-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর মাজারের খাদেম ও পরিচালনা কমিটির সদস্যদের সাথে কথা বলেন।
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনে আসার পর থেকে মনোজ কুমার উত্তরাঞ্চলের বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেছেন। এর অংশ হিসেবে তিনি হযরত শাহমখদুম রূপশ (র.)-এর মাজারের মতো পবিত্র স্থানও পরিদর্শন করলেন।