বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

ইংরেজি দ্বিতীয়পত্রে রাজশাহী বোর্ডে অনুপস্থিত ১৮২৮

স্টাফ রিপোর্টার: চলমান এসএসসির ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ১ হাজার ৮২৮ অনুপস্থিত ছিল। রোববার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বিকালে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বোর্ডের অধীনে রাজশাহী বিভাগের আট জেলায় ইংরেজি দ্বিতীয়পত্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৮৩ হাজার ৪৯৬ জন। এরমধ্যে ১ লাখ ৮১ হাজার ৬৬৮ জন পরীক্ষা দিয়েছে। আর ১ হাজার ৮২৮ জন পরীক্ষা দেয়নি। পরীক্ষায় অনুপস্থিতির হার ১ শতাংশ।
রাজশাহী বিভাগের ২৬৫ কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়। এরমধ্যে রাজশাহীর ৫৩ কেন্দ্রে ৩২১ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫ কেন্দ্রে ১৬৮ জন, নাটোরের ২৬ কেন্দ্রে ১৮৮ জন, নওগাঁর ৩৭ কেন্দ্রে ২৫২ জন, পাবনার ৩১ কেন্দ্রে ২৮২ জন, সিরাজগঞ্জের ৪৪ কেন্দ্রে ৩০৪ জন, বগুড়ার ৪২ কেন্দ্রে ২৪৬ জন এবং জয়পুরহাটের ১৭ কেন্দ্রে ৬৭ জন অনুপস্থিত ছিল।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, নকলমুক্ত পরিবেশে অত্যন্ত সুষ্ঠুভাবেই ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা গ্রহণ করা হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোন পরীক্ষার্থী বহিষ্কারও হয়নি।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com