স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এ সদ্য যোগদানকৃত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিরঞ্জন চন্দ্র দেবনাথ। মঙ্গলবার নগর ভবনে গিয়ে ব্যবস্থাপনা পরিচালক মেয়রের সাথে সাক্ষাত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক, প্রশাসন (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এসময় ব্যবস্থাপনা পরিচালক রাকাবের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মেয়রের সাথে মতবিনিময় করেন। পরবর্তীতে তিনি জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান এর সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও শহীদ এএইচএম কামারুজ্জামানসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।