বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

বিআরটিএ অফিসে দালাল কমবে না, থাকবেই: চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেছেন, ‘বিআরটিএ অফিসে কখনও দালাল কমবে না। সেখানে দালাল থাকবেই।’ আর এ জন্য সেবাগ্রহীতাদেরই দায়ী করেছেন তিনি। বলেছেন, মানুষ নিজে কাজ করতে চায় না বলে দালাল ধরেন।

শুক্রবার রাজশাহীতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কার্যক্রম ও তথ্য অধিকার নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী সার্কিট হাউসে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে এই সভার আয়োজন করে সড়ক ও মহাসড়ক বিভাগ।

সভায় বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘দালাল আমরা নিজেরাই তৈরি করছি। এর জন্য উচ্চপর্যায় ও নিম্নশ্রেণীর মানুষেরা দায়ী। উচ্চ পর্যায়ের লোকদের সময় নেই। সেজন্য দালালকে টাকা দিয়ে কাজ করে নেয়। আর নিম্নপর্যায়ের লোকজন নিয়মকানুন বোঝে না, অনেকে লেখাপড়া জানে না; সেজন্য দালাল ধরে। এ রকম পরিস্থিতি হলে দালাল থাকবেই।’

সভায় সভাপতিত্ব করেন সড়ক ও জনপদ বিভাগের (সওজ) রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান। সভা সঞ্চালনা করেন যুগ্মসচিব মোস্তাইন বিল্লাহ। এতে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, সওজের প্রধান প্রকৌশলী মো. ইসহাক প্রমুখ বক্তব্য দেন।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com