অনলাইন ডেস্ক : বিপিএল শেষেই শুরু হচ্ছে ক্রিকেটারদের অনুশীলন পর্ব। বিপিএল ফাইনালের পরদিন ৮ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প। সিনিয়রদের পাশাপাশি জুনিয়র ক্রিকেটাররাও মাঠে নামছেন অনুশীলনে।
জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে একইদিনে মিরপুরে শুরু অনুর্ধ্ব ১৯ দলের ক্রিকেটারদের নিয়ে অনুশীলন। এবারের ক্যাম্পে প্রধান কোচ নাভিদ নেওয়াজ গুরুত্ব দিতে যাচ্ছেন ক্রিকেটাদের স্কিলের দিকেই।
প্রথম বিভাগ ক্রিকেটের সাথে যে সব যুবা ক্রিকেটার যুক্ত নেই তাদের নিয়েই শুরু হবে এই ক্যাম্প। যেখানে ১০ থেকে ১৫ জন ক্রিকেটার থাকবেন। সবমিলিয়ে যুবাদের এই ক্যাম্প ৮ তারিখ শুরু হয়ে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এরপর ক্রিকেটাররা যোগ দিবেন ইয়ুথ ক্রিকেট লিগে (ওয়াইসিএলে)। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।
জানা গেছে ওয়াইসিএল শেষেই যুবা ক্রিকেটারদের সফর রয়েছে শ্রীলঙ্কাতে। সেটার দিনক্ষণও এক প্রকার নিশ্চিত। সবকিছু ঠিক থাকলে ২১ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত সফরের সূচি রয়েছে। যেখানে ৬টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যুবাদের। সঙ্গে থাকবে একটি প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচও।