বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

পবা উপজেলা পরিষদের টেন্ডার বাক্স লুটের ঘটনায় আরো দুই আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলা পরিষদে গুলি ছুড়ে ও হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে টেন্ডার বাক্স লুটের ঘটনায় আরো দুইজনকে গ্রেপ্তার হয়েছে। এ নিয়ে টেন্ডার বাক্স লুটের ঘটনায় মোট তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো: মিজানুর রহমান (৪৭) ও মো: পলাশ (৩২)। মিজানুর রাজশাহী মহানগরীর পবা থানার নওহাটা বাজারের মৃত মোজাহার আলীর ছেলে ও পলাশ এয়ারপোর্ট থানার বায়া ভোলাবাড়ির মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি রাজশাহীর পবা উপজেলায় ১২ টি হাটের ইজারার দরপত্র জমা নিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়। সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়ে ও হাতবোমা ফাটিয়ে টেন্ডার বাক্স ভাংচুর করে দাখিলকৃত দরপত্রগুলো ছিনতাই করে নিয়ে যায়। সে সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে একজন গুরুতর আহত হয়। এ ঘটনায় পবা উপজেলা কর্তৃপক্ষ শাহমখদুম থানায় একটি মামলা রুজু করে।

মামলা রুজু পরবর্তীতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটির তদন্ত কার্য শুরু করে। টেন্ডার লুটের ঘটনার পর ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে আসামি জামালকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com