অনলাইন ডেস্ক : এক পর্বের দুই ধাপে দুটি আখেরি মোনাজাত শেষ করে ২০২৬ সালে পৃথকভাবে দুই ধাপে ৫৯তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেছে শুরায়ি নেজাম বা জুবায়ের পন্থীরা।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় আখেরি মোনাজাতের পর তারা এই তারিখ ঘোষণা করেন।
২০২৬ সালের ৫৯তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ হবে ২০২৬ সালের ২, ৩, ৪ জানুয়ারি ও দ্বিতীয় ধাপ হবে ৯, ১০, ১১ জানুয়ারি।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এসব কথা জানান।
এর আগে টঙ্গীর তুরাগতীরে হেদায়েতি বয়ানের পর শুরায়ে নেজামের বিশ্ব ইজতেমা শান্তি ও কল্যাণ কামনায় অশ্রুসিক্ত নয়নে আখেরি মোনাজাতে শেষ হয়েছে।
মোনাজাত করেন বাংলাদেশের তাবলিগের আমির, শুরায়ে নেজামের মুরব্বি মাওলানা জোবায়ের। এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে তুরাগতীর মুখরিত হয়ে ওঠে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান। বিশ্ব শান্তির জন্য দোয়া করেন।
সরেজমিন দেখা যায়, ইজতেমা ময়দানে তিল ধারণের ঠাঁই নেই। ভেতরে ঠাঁই না পেয়ে মুসল্লিদের অবস্থান নিতে হয়েছে বিভিন্ন সড়ক ও আশপাশের বাড়ির ছাদে। কয়েক লাখ মুসল্লির সমাগমে শিল্পনগরী টঙ্গী পরিণত হয়েছে ধর্মীয় নগরীতে।-ইত্তেফাক