স্টাফ রিপোর্টার: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখার মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে সোমবার বিকালে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি হুসাইন আহমেদ। বক্তব্য দেন মহানগরের সভাপতি ইসাহাক ইসলাম ও দলটির নেতা মুরশিদ আলম। এর আগে নগরীর শিরোইল এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর রেলগেট, নিউমার্কেট, সাহেববাজার জিরোপয়েন্ট, কুমারপাড়া ঘুরে আবার জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান বিক্ষোভ মিছিলের সামনে অবস্থান করছিলো।