স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু করেছেন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ মঙ্গলবার ভৈরা ১১টায় রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ অডিটোরিয়াম থেকে এই কার্যক্রম শুরু করা হয়। এ সময় প্রিসাইডিং কর্মকর্তারা নির্বাচন সামগ্রী বুঝে নেন।
রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ ও রাজশাহী সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসাইন প্রিসাইডিং কর্মকর্তাদের মাধ্যমে বিতরণ করেন। ১ হাজার ১৫৩টি বুথে ভোটগ্রহণ হবে কাল সকাল ৮টা থেকে।
রাসিক নির্বাচনে ১৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪৮টিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবার রাজশাহীতে ৩ লাখ ৫২ হাজার ১৫৭ জন ভোটার রয়েছেন। পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৮৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৯৭২ জন। এর মধ্যে এবার ৩০ হাজার ১৫৭ জন তরুণ-তরুণী প্রথম ভোটার হয়েছেন।