বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

রাসিক মেয়র ও কাউন্সিলরগণ শপথ নিবেন সোমবার

স্টাফ রিপোর্টার : আগামি সোমবার (৩ জুলাই) রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ শপথ গ্রহণ করবেন। এদিন পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে শপথগ্রহণ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাউন্সিলরগণ শপথ নিবেন এলজিআরডি মন্ত্রীর কাছ থেকে। ৩ জুলাই বেলা ১২ টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিন একই সাথে সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ শপথ নিবেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র শপথ নিতে এএইচএম খায়রুজ্জামান লিটন ও কাউন্সিলরগণ রোববার (২ জুলাই) সকাল ৬টায় নগরভবনের সামনে থেকে বাসযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গেছে। তাদের সাথে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মিরা ঢাকা যাবেন।

৩ জুলাই শপথ গ্রহণের পর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন কাউন্সিলর ও দলীয় নেতাকর্মিদের নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। পরে টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করবেন।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com