বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

নগরীতে ডেঙ্গু সচেতনতায় রোটারি ক্লাবের র‌্যালি

স্টাফ রিপোর্টার : ডেঙ্গু সচেতনতায় রোটারি ক্লাব অব মেট্রোপলিটনের উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) সাহেববাজার জিরোপয়েন্টে থেকে র‌্যালি শুরু হয়। র‌্যালি শুরুর আগে পথসভা অনুষ্ঠিত হয়।
র‌্যালিটি ১২ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ড প্রদক্ষিণ করে। এসময় ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়।

র‌্যালির আগে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, পথসভায় সভাপতিত্ব করেন মেট্রোপলিটনের সভাপতি শরিফুল ইসলাম।

র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা লেফটেন্যান্ট গভর্নর মঞ্জুরুল আলম, এসিস্ট্যান্ট গভর্নর সাইদুল হক, আইপিপি শামীম আহমেদ, প্রেসিডেন্ট ইলেক্ট সোহেল রানা, সেক্রেটারি খাদেমুল ইসলাম, রোটারিয়ান প্রদীপ মৃধাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com