বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহী আসছেন কাল

তথ্যবিবরণী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহ্রিয়ার আলম এমপি তিন দিনের সরকারি সফরে আগামীকাল শুক্রবার (২১ জুলাই) রাজশাহী আসবেন। তিনি সড়কপথে বিকাল তিনটায় বাঘা উপজেলার আড়ানীস্থ নিজ বাসভবনে এসে পৌঁছাবেন।

প্রতিমন্ত্রী এদিন বিকেল চারটায় আড়ানী ক্রীড়া ও সাংস্কৃতিক চক্র আয়োজিত ক্লাব সদস্য স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

শনিবার (২২ জুলাই) প্রতিমন্ত্রী সকাল দশটায় বাঘা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ‘আমার চোখে বঙ্গবন্ধু’ বিষয়ক উপজেলা পর্যায়ে ভিডিও চিত্র নির্মাণের পুরস্কার বিতরণী ও ৬৩ জন মাদ্রাসা শিক্ষার্থী মধ্যে ট্যাব বিতরণ অন্ষ্ঠুানে উপস্থিত থাকবেন।

দুপুর বারোটায় চারঘাট উপজেলা পরিষদ আয়োজিত ৭৮ জন শিক্ষার্থীদের মধ্যে ট্যাব, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারের মধ্যে চেক ও ঢেউটিন এবং দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ৬ জন রোগীর মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিকাল তিনটায় রাজশাহী বিশ^বিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে জাতীয় খরা সম্মেলন-২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বিকেল পাঁচটায় রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগদান করবেন।

পরদিন রবিবার (২৩ জুলাই) সকাল দশটায় ঢাকার উদ্দেশে তিনি রাজশাহী ত্যাগ করবেন।

 

 

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com