বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহী বোয়ালিয়া ক্লাবের আয়োজনে বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি’র বদলিজনিত বিদায় উপলক্ষ্যে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

বুধবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহী বোয়ালিয়া ক্লাবে বিভাগীয় কমিশনারের বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক ( গ্রেড-১) পদে পদোন্নতি প্রাপ্তি উপলক্ষে স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে রাজশাহী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. তসিকুল ইসলাম রাজা রাজশাহীতে অবস্থানকালীন বিদায়ী অতিথি বিভাগীয় কমিশনারের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।

উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য দেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এএনএম মঈনুল ইসলাম, জেলা প্রশাসক শামীম আহমেদ, রাজশাহী বোয়ালিয়া ক্লাবের সহ-সভাপতি ডা. এসএমএ আব্দুল মান্নান প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য কালে উপস্থিত বক্তারা বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি’র বিভিন্ন স্মৃতির কথা উল্লেখ করেন এবং তাঁর উত্তোরত্তর সাফল্য কামনা করেন। এ সময় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের স্থানীয় সরকার শাখার পরিচালক মো. এনামুল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ড. মো. মোকছেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরীসহ রাজশাহী জেলার বিভিন্ন দফতরের উদ্ধতন কর্মকর্তাবৃন্দ।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com