বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

পাবিপ্রবির সাংবাদিককে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ

পাবনা প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক সাংবাদিককে ছাত্রলীগের নেতাকর্মী কর্তৃক বেধড়ক পেটানোর ঘটনায় সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

সোমবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্মকে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উপাচার্য ড. হাফিজা খাতুন।
বিষয়টি নিশ্চিত করে রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বলেন, আমি বিস্তারিত এই মুহূর্তে বলতে পারবো না। উপাচার্য ম্যাডামের নির্দেশনার কমিটির গঠন প্রক্রিয়াধীন রয়েছে। এখনও ফাইলিং করা হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন বলেন, ৫ সদস্যের কমিটি গঠন করা হচ্ছে। কালকে হয়তো চিঠি পাবো। কালকে বলতে পারবো কারা থাকছেন কমিটিতে। তবে আমরা আশ্বস্ত করতে পারি দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, রোববার আমরা এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আজকে বিশ্ববিদ্যালয়ে তদন্ত কাজে গিয়েছিলাম। আমরা আমাদের মতো করে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক সাংবাদিককে মারধরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে প্রেসবিজ্ঞপ্তি দেয়ায় রবিবার (২৩ জুলাই) দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দৈনিক নয়া শতাব্দী পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনকে বেধড়ক পিটিয়েছে আহত করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তাকে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে সহকর্মীরা।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com