বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী

বাগমারা প্রতিনিধি : “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”। এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় রাজশাহীর বাগমারায় পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩। রবিবার বেলা ১১ টায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী উপলক্ষ্যে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি, উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিম, প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, চেয়ারম্যান লুৎফর রহমান, মোজাম্মেল হক প্রমুখ। জাতীয় মৎস্য সপ্তাহ ঘিরে বিভিন্ন কর্মসূচী পালন করা হয় মৎস্য অফিসের পক্ষ থেকে।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com