অনলাইন ডেস্ক: প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহের ফলাফল হাজির। প্রতি সপ্তাহে এই দিনটার জন্য যেমন মুখিয়ে থাকেন অভিনেতারা, তেমনই আবার অপেক্ষায় থাকেন দর্শকও। তাঁদের মনের ইচ্ছা থাকে যেন তাঁদের প্রিয় সিরিয়ালই থাকে টিআরপি তালিকায় একদম উপরে। শেষ সাত মাসে খুব বেশি পরিবর্তন দেখা যায়নি এই তালিকায়। বিশেষত প্রথম স্থানে শেষ কয়েক মাস ধরে রয়েছে সূর্য এবং দীপা। দুই মেয়েকে নিয়ে চলছে টানটান উত্তেজনা। যা উপভোগ করছে দর্শক। সেই প্রমাণ আবারও মিলল। এ বারেও প্রথম স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। এই সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৯.০। তবে শুধু এই সিরিয়াল নয় প্রতিটি সিরিয়ালের ‘টিআরপি’ বেড়েছে অনেকটাই।