• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • newsgonodhoniprotidin@gmail.com
  • +88-01727-202675

মেসিদের খেলার টিকিট যেন ‘সোনার হরিণ’!

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) এগিয়ে যাচ্ছে। হু হু করে এ এগিয়ে যাওয়াটা মূলত বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির জাদুকরী ছোঁয়ায়। একদিকে ক্রীড়া সরঞ্জাম থেকে শুরু করে টিকিট বিক্রি, অন্যদিকে ম্যাচের পর ম্যাচে মেসির গোল। সবমিলিয়ে ফুলেফেঁপে ওঠেছে এমএলএস, আর ক্লাব ইন্টার মায়ামি।

আগামী রোববার (৬ আগস্ট) টয়োটা স্টেডিয়ামে লিগস কাপে শেষ ষোলোর ম্যাচে ডালাসের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। ম্যাচটির জন্য টিকিট ছাড়ার মাত্র ১৮ মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে। খবর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

এখন পর্যন্ত মায়ামির জার্সিতে ৩ ম্যাচ খেলেছেন মেসি। আর সব ম্যাচেই গোল করে দলের জয়ে ভূমিকা রেখেছেন আর্জেন্টাইন সেনসেশন। ক্লাবের মাটিতে ৩ ম্যাচে মেসির গোলসংখ্যা ৫। জোড়া গোল করেছেন দুই ম্যাচে। এছাড়া একটি গোলে অ্যাসিস্টও করেছেন। মেসির এমন পারফরম্যান্স দেখে ফুটবলের প্রতি আরও আকৃষ্ট হচ্ছেন যুক্তরাষ্ট্রের জনগণ।

এর প্রভাব দেখা গেছে পরবর্তী ম্যাচের টিকিটের ওপর। ২০ হাজার ৫০০ আসনের সবকটি টিকিট বিক্রি হয়ে গেছে চোখের পলকে। যেখানে টিকিটের সর্বনিম্ন দাম ছিল ৩২ হাজার টাকার বেশি (২৯৯ ডলার)। তবে বেশিরভাগ টিকিটের মূল্য ছিল ৭৬ থেকে ৮৭ হাজার টাকার মধ্যে (৭০০-৮০০ ডলার)। এছাড়া অনলাইনে পুনরায় বিক্রি করা যায় এমন টিকিটের মূল্য দাঁড়িয়েছে প্রায় ৯ লাখ ৭৯ হাজার টাকার ওপরে (৯ হাজার ডলার)।

শুধু এ ম্যাচে নয়, মেসি মায়ামিতে যোগ দেয়ার পর প্রতি ম্যাচেই টিকিটের এমন বাড়তি মূল্য লক্ষ করা গেছে। এছাড়া দিন যত যাচ্ছে, সেই মূল্য আরও বেশি বাড়ছে। ফলে সময়ের সঙ্গে মেসিদের খেলার টিকিট যেন ‘সোনার হরিণ’ হয়ে উঠছে!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *


সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675