বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

আরএমপিতে নতুন পুলিশ কমিশনার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নতুন পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিপ্লব বিজয় তালুকদার। পুলিশের এই উপমহাপরিদর্শক (ডিআইজি) রোববার সকালে আরএমপি সদর দপ্তরে গিয়ে নিজের দায়িত্ব বুঝে নেন। এ সময় আরএমপির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

দায়িত্ব গ্রহণের পর তিনি রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সঙ্গে ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ও আরএমপির বিদায়ী পুলিশ কমিশনার আনিসুর রহমান। এরপর তারা আরএমপি পুলিশ লাইন্স মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে এবং জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা জানান। এ সময় আরএমপির ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিপ্লব বিজয় তালুকদারের জন্ম সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ গ্রামে। ঢাকা বিশ^বিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা শেষ করে ২০০১ সালে তিনি ২০তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে কর্মজীবন শুরু করেন।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com