• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • newsgonodhoniprotidin@gmail.com
  • +88-01727-202675

হাইতিতে অপরাধী চক্রের ভয়াবহ হামলা, নিহত ৩০

অনলাইন ডেস্কঃ ১৮ আগস্ট, ২০২৩। হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে একটি অপরাধী চক্রের সহিংসতায় ৩০ জন নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় একটি মানবাধিকার গ্রুপ এ খবর জানিয়েছে। ন্যাশনাল হিউম্যান রাইটস ডিফেন্স নেটওয়ার্ক এএফপি’কে দেওয়া একটি প্রাথমিক হিসাবে জানায়, শহরের ক্যারেফোর-ফিউইলেস’র আশেপাশের বাড়িগুলোতে আগুন দেওয়া হয়েছিল এবং এতে দুই পুলিশ অফিসারও মারা গেছেন। আশপাশের এলাকাটি সংঘবদ্ধ অপরাধী চক্রের একটি কৌশলগত এলাকা, যা হাইতির রাজধানীর প্রায় ৮০ শতাংশ নিয়ন্ত্রণ করে। মুক্তিপণের জন্য অপহরণ, গাড়ি ছিনতাই, ধর্ষণ এবং সশস্ত্র চুরিসহ সহিংস অপরাধগুলো এই এলাকাটিতে সাধারণ ঘটনা হিসেবে দেখা দিয়েছে।
ডমিনিক চার্লস নামের একজন বাসিন্দা এএফপি’কে বলেছেন, তিনি তার মা, সৎ বাবা, ১৮ বছর বয়সী ছেলে, দুই বোন এবং এক ভাইকে হারিয়েছেন। অপরাধীরা দাহ্য পদার্থ ভর্তি বোতল ছুঁড়ে আমাদের বাড়িতে হামলা চালায়। আমি পালাতে সক্ষম হয়েছিলাম কিন্তু পরিবারের অন্য সদস্যরা পালাতে পারেনি।
কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে আশপাশের সহিংসতার কারণে প্রায় ৫ হাজার বাসিন্দা ওই এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *


সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675