তানোর প্রতিনিধি : তানোর উপজেলায় তিনদিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে রোববার (১৭ সেপ্টম্বর ) সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি তানোর পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় স্থানীয় সরকারের উন্নয়নের বিভিন্ন বিষয়বলী নিয়ে বক্তব্য রাখেন, মেলার উদ্বোধক তানোর উপজেলার নির্বাহী অফিসার বিল্লাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন,তানোর পৌরসভার প্যানেল মেয়র আরব আলী, পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন. কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, বাধাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান,কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুল নবী বাবু চৌধুরী, সরনজাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুয়াইবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, প্রকল্প কর্মকর্তা এটিএম কাওসারসহ উপজেলার সকল দফতরের কর্মকর্তা,কর্মচারী, জিও-এনজি’র প্রতিনিধি,সাংবাদিক, সুশিল সমাজের ব্যক্তিবর্গরা। মেলায় উপজেলার বিভিন্ন স্থান থেকে ১৫টি স্টল অংশগ্রহণ করেছে। স্টলগুলো স্থানীয় সরকারের উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে নির্মাণ করা হয়েছে।