স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের (ইইই) সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. সেলিম হোসেন। আগামী ২ বছর তিনি এ দায়িত্বে থাকবেন। মঙ্গলবার সকালে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে গত ১৯ জুলাই সরকারের এক আদেশে তাকে বিভাগীয় প্রধান করা হয়। ড. সেলিম হোসেন এর আগে প্রশাসনিকভাবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে পাঁচবছর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রুয়েটের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।