বৃহস্পতিবার, মে ২, ২০২৪

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

রাজশাহীতে হেরিটেজ ফেস্টিভাল ১৪-১৫ অক্টোবর

স্টাফ রিপোর্টার: আগামী ১৪ ও ১৫ অক্টোবর রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে হেরিটেজ ফেস্টিভাল। রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রাঙ্গণে ব্রিটিশ কাউন্সিলের ‘আওয়ার শেয়ার্ড কালচারাল হেরিটেজ’ (অশ) প্রকল্পের উদ্যোগে দুই দিনের উৎসবে তুলে ধরা হবে রাজশাহী ও বাংলাদেশের সংস্কৃতির নানা কিছু। প্রথম দিন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
আয়োজকেরা জানিয়েছেন, এই উৎসবের মূল লক্ষ্য হলো রাজশাহী তথা বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরা এবং তরুণদের পাশাপাশি বৃহৎ জনগোষ্ঠীকে ঐতিহ্য সম্পর্কিত কাজে সম্পৃক্ত করা। এ উৎসবে প্রদর্শিত হবে ৩০ জন তরুণ-তরুণীর করা নানামুখী কাজ, ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক আলোচনা, সঙ্গীতায়োজন, নৃত্য পরিবেশনা, নাটক, গম্ভীরা, আলোকচিত্র প্রদর্শনী, চিত্রকলা প্রদর্শনী, সৃজনশীল ওয়ার্কশপ, রাজশাহীর নানা ঐতিহ্যবাহী জিনিসের স্টল এবং আরো নানামুখী আয়োজন।

সর্বাধিক পঠিত