শনিবার, মে ১৮, ২০২৪

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

পুরান ঢাকায় ক্রিকেট উৎসব

অনলাইন ডেস্ক: বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিশেষ অবদান আছে পুরান ঢাকার। এক সময় হকি, ক্রিকেট কিংবা ফুটবল জাতীয় দলে পুরান ঢাকার অনেক খেলোয়াড়ই দেশের প্রতিনিধিত্ব করেছেন। বিশেষ করে বাংলাদেশের হকি পুরনো ঢাকা কেন্দ্রিকই ছিল।

সেই পুরান ঢাকায় গতকাল বসেছিল সাবেক ক্রীড়া তারকাদের মিলনমেলা। এক সময়ের তারকা হকি খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল, জামাল হায়দার, কামরুল ইসলাম কিসমত, জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিমসহ আরো অনেক ক্রীড়া ব্যক্তিত্ব একত্রিত হয়েছিলেন শারফুদ্দিন হাউজে। শোয়েব এ আদেল হকি ও সাংস্কৃতিক জোট আয়োজিত বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষ্যে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল উপভোগ করতে।

দৈনন্দিন ব্যস্ততা শেষে শুক্রবার রাতে আরমানিটোলাবাসীরা গতকাল রাতে ক্রিকেট উৎসবে মেতেছিল। শারফুদ্দিন হাউজের চার দিকে অসংখ্য ক্রীড়ামোদীরা খেলা উপভোগ করেছেন। শর্ট পিচ ক্রিকেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ঢাকা বিভাগ জয়লাভ করেছে।
ফাইনাল শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাভেদ ওমর বেলিম বলেন, ‘আমি পুরান ঢাকার সন্তান এটা আমার গর্ব। আমার খেলোয়াড়ি জীবন শুরু হকি দিয়ে এরপর ফুটবল তারপর ক্রিকেটার হয়েছি। জামাল ভাই, কিসমত ভাই, আসলাম ভাইদের ফুটবল, হকি খেলা দেখেই আমার বড় হওয়া। আমরা দীর্ঘদিন টেস্ট ক্রিকেট খেললেও এখনো সেভাবে ক্রিকেট সংস্কৃতি গড়ে উঠেনি। এ রকম আয়োজন আমাদের সংস্কৃতি গড়ে তুলতে সহায়তা করবে।’

মিনি নাইট ক্রিকেটের উদ্বোধন করেছিলেন ওয়ানডেতে বাংলাদেশের অভিষেক সেঞ্চুরিয়ান পুরান ঢাকা আরেক কৃতি সন্তান মেহরাব হোসেন অপি। সঙ্গে ছিলেন পুরান ঢাকার আরো অনেক তারকা ক্রীড়াবিদ। শারফুদ্দিন হাউজে ক্রিকেটের মতো মিনি নাইট হকিও হয়। এসব আয়োজন করেন সাবেক হকি খেলোয়াড় তারেক আদেল।

সর্বাধিক পঠিত