• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • newsgonodhoniprotidin@gmail.com
  • +88-01727-202675

রাজশাহীতে গান পাউডারসহ ছয় মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বোমা তৈরির সরঞ্জাম গান পাউডারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম মো. হেলাল (৪০)। রাজশাহীর চারঘাট উপজেলার চক মোক্তারপুর গ্রামে তার বাড়ি। হেলাল একজন সন্ত্রাসী বলে জানিয়েছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে চক মোক্তারপুর এলাকা থেকে হেলালকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানিয়েছে, হেলালের কাছ থেকে ৯০০ গ্রাম গান পাউডার জব্দ করা হয়েছে।

এছাড়া তার কাছ থেকে বোমা তৈরিতে ব্যবহার হওয়া ছোট ছোট কালো পাথর ৪৮০ গ্রাম, কাচের ভাঙ্গা টুকরো ৩০০ গ্রাম ও ২৮৫ গ্রাম ছোট ছোট কাটা জব্দ করা হয়েছে। বর্তমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে বোমা তৈরির জন্য এসব সরঞ্জাম কাছে রেখেছিলেন তিনি।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল হেলালের বাড়িতে এই অভিযান চালায়। হেলাল চারঘাটের অন্যতম বড় মাদক ব্যবসায়ী এবং শীর্ষ সন্ত্রাসী।

তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মারামারিসহ বিভিন্ন অপরাধে আগে থেকেই ছয়টি মামলা ছিল। নতুন করে তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে। আসামি হেলালকেও চারঘাট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *


সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675