সংবাদ বিজ্ঞপ্তি : বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সকল কর্মকর্তা ও কর্মচারীগণ আঞ্চলিক কেন্দ্রে সূর্যোদয়ের সাথে সাথে উপস্থিত হয়ে আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত)-এর নেতৃত্বে কালো ব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধ-নমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।
১৯৭১ সালের ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সময়কালে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশকে মেধাশূন্য করতে প্রায় সব প্রথম শ্রেণির বুদ্ধিজীবীকে হত্যা করে। অসংখ্য শহিদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদনের নিমিত্তে প্রতিবছর ১৪ ডিসেম্বর দিনটি রাষ্ট্রীয়ভাবে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়।
সকাল ৮টায় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক মোহা. আবু বাককার-এর নেতৃত্বে পবা উপজেলা প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি সমাপ্ত হয়।