• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • newsgonodhoniprotidin@gmail.com
  • +88-01727-202675

ভোটের পর রাজশাহীর তিন উপজেলায় সংঘর্ষ, আহত ৩১

স্টাফ রিপোর্টার:ভোটের পর রাজশাহীর তিন উপজেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন আহত হয়েছেন। এরমধ্যে রাজশাহী-১ আসনের তানোর উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষেই ২০ জন আহত হওয়ার দাবি করা হয়েছে।

এছাড়া রাজশাহী-৩ আসনের নবনির্বাচিত এমপি আসাদুজ্জামান আসাদের সমর্থকদের সঙ্গে বর্তমান এমপি আয়েন উদ্দিনের সমর্থকদের সংঘর্ষ ঘটেছে। এ সময় পিস্তল হাতে এক শ্রমিক লীগ নেতাকে মহড়া দিতে দেখা গেছে। এখানে অন্তত ১০ জন আহত হয়েছেন। রাজশাহী-৬ আসনের বাঘা উপজেলায় স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের এক সমর্থকের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী-১ আসনের তানোর উপজেলার মুন্ডুমালা বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রের ফল ঘোষণার সময় স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানীর সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। এলাকাটি রব্বানীর নিজের এলাকা।

সমর্থকদের প্রত্যাশা ছিল, এ কেন্দ্রে গোলাম রাব্বানী বিপুল ভোটে জয়ী হবেন। কিন্তু তা হয়নি। তাই তারা পুনরায় ভোট গণনার দাবি জানান। কিন্তু প্রিসাইডিং কর্মকর্তা তা না করে ভোট বাক্স নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার উদ্যোগ নেন।

এ সময় এক ঘণ্টা ধরে রাব্বানীর সমর্থকেরা কেন্দ্র ঘেরাও করে রাখেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যায়। সেখানে পুলিশ-বিজিবির সঙ্গে রাব্বানীর সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন রাব্বানী। ওই সংঘর্ষের সময় রাব্বানীর সমর্থকেরা আইনশৃঙ্খলা বাহিনীর দুটি মোটরসাইকেল ভাঙচুর করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বিজিবি সদস্যরা প্রায় ১৩টি ফাঁকা গুলি ছুড়তে বাধ্য হয়েছেন। সংঘর্ষে দুজন পুলিশ ও দুজন বিজিবি সদস্য আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষে রাব্বানীর কোন সমর্থক আহত হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেননি।

রাজশাহী-৩ আসনের পবা উপজেলার পারিলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার সকালে পারিলা বাজারে বর্তমান এমপি অয়েন উদ্দিন ও নবনির্বাচিত এমপি আসাদুজ্জামান আসাদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ঘটে।

স্থানীয়রা জানান, রোববার ভোট চলা অবস্থায় দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এ সময় পারিলা ইউনিয়ন শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুরাদ একহাতে রামদা আরেক হাতে পিস্তল নিয়ে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেন। পরে আসাদ সমর্থকদের ধাওয়ায় পালিয়ে যান।

পরে আসাদ গ্রুপ তাদের রাজনৈতিক কার্যালয়ে হামলা চালায়। সোমবার সকালে বাজারে পেয়ে আয়েন গ্রুপ আসাদের সমর্থকদের ধাওয়া দেয়। এসময় বাজারে অবস্থিত তাদের কয়েকটি দোকান ও বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। দুই দিনের সংঘর্ষে দুইপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

পবা থানার ওসি সোহরাওয়ার্দী জানান, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। একটা ভিডিওতে শ্রমিক লীগ নেতার হাতে রামদা দেখা গেছে। আগ্নেয়াস্ত্র আছে কি না তা বোঝা যাচ্ছে না। পুলিশ সবকিছু যাচাই করছে। কোন পক্ষ অভিযোগও করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে রাজশাহী-৬ আসনের বাঘা উপজেলায় নাটক নির্মাতা ও থিয়েটার কর্মী শিমুল সরকারের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে সরেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। শিমুল স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের সমর্থক ছিলেন। নৌকার প্রার্থীর সমর্থকেরা তার ওপর অতর্কিত হামলা চালিয়েছেন। তার মাথায় হাতুড়ির আঘাত করা হয়েছে।

স্থানীয়রা জানান, ভোট দেওয়ার জন্য ঢাকা থেকে গ্রামে এসেছিলেন শিমুল সরকার। রাতে ৫টি মোটরসাইকেলে ১০ জন নৌকার সমর্থক হেলমেট পরে এসে তার ওপর অতর্কিত হামলা করে। হাতুড়ি দিয়ে মাথায় আঘাতের পর তাকে পিটিয়ে ফেলে রাখা হয়। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার মাথায় চারটি সেলাই পড়েছে। এ ঘটনায় শিমুলের ছোট ভাই ফরহাদ হোসেন থানায় একটি এজাহার দিয়ে এসেছেন।

বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘সরেরহাটে একটা ঘটনা ঘটেছে। বিস্তারিত জানি না। আমি থানার বাইরে আছি। কোন এজাহার দেওয়া হয়েছে কি না সেটিও জানি না। থানায় গিয়ে দেখব।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *


সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675