বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক : আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের মাটিতে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই মেগা আসরের আগে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

এই সফরটি আইসিসির ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অংশ হলেও বিশ্বকাপের কারণে অজি মেয়েদের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছে।

প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

যদিও এর আগে ২০১৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ এসেছিল তারা। তবে বাংলাদেশের উইকেট কিংবা কন্ডিশন সম্পর্কে খুব একটা ধারণা নেই তাদের।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নারী উইংয়ের প্রধান নির্বাচক শন ফ্লেগলার এ প্রসঙ্গে বলেছেন, ‘বাংলাদেশের ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো হবে।

সেখানে উইকেট কেমন আচরণ করে, সফরে আমাদের খোঁজখবর নেওয়ার অংশ থাকবে এগুলো।’

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মার্চের শেষের দিকে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি সমান সংখ্যক ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল।

উপমহাদেশের কন্ডিশনে বরাবরই বাড়তি সুবিধা পান স্পিনাররা। ব্যাতিক্রম নয় বাংলাদেশের উইকেটও। তাই এই সফরে অস্ট্রেলিয়া দলে দেখা যেতে পারে স্পিনারদের আধিক্য।

ফ্লেগলার বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে একজন বাঁহাতি স্পিনার পাওয়া নিজেদের জন্যই ভালো। দলে যে পরিমাণ স্পিনার আছে, তাতে আমরা আশীর্বাদপুষ্ট।’

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com