• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • newsgonodhoniprotidin@gmail.com
  • +88-01727-202675

রাজশাহীতে বিএনসিসির ১০ দিনের ক্যাম্পিং শুরু

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর মহাস্থান রেজিমেন্টের ১০ দিনের রেজিমেন্টাল ক্যাম্পিং শুরু হয়েছে।

বুধবার থেকে রাজশাহী নগরীর নওদাপাড়ায় পোষ্টাল একাডেমীতে এ ক্যাম্পিং শুরু হয়। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত ক্যাম্পিং চলবে।

এই ক্যাম্পিংয়ে মহাস্থান রেজিমেন্টের আওতাধীন ১৬টি জেলার ৯৯টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫২৬ জন প্রশিক্ষণার্থী বিএনসিসি ক্যাডেট অংশ নিয়েছেন। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মহাস্থান পদাতিক রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান প্রিন্স।

তিনি তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তিনি বাংলাদেশের অগ্রযাত্রার কথা তুলে ধরেন। তিনি সকল ক্যাডেটদের উদ্দেশ্যে বিএনসিসি কার্যক্রমের বর্ণনা করেন এবং সবার সুস্থ্যতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ব্যাটালিয়ান এ্যাডজুটেন্ট মেজর মোহাম্মদ মাহবুবুর রহমান, আর্টিলারি রেজিমেন্ট এ্যাডজুটেন্ট মেজর আবু রিফাত মো. মোতালেবসহ অন্যান্য আর্টিলারি, ব্যাটালিয়ন কমান্ডার ও সামরকি-বেসামরিক প্রশিক্ষকবৃন্দ।

এই ক্যাম্পিংয়ে ক্যাডেটদের আত্মউন্নয়নমূলক প্রশিক্ষণের অংশ হিসেবে ড্রিল, পিটি, ফায়ারিং, টহল, ফাঁদ, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় জরুরি পরিস্থিতিতে করণীয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এছাড়া ডেঙ্গু প্রতিরোধ, প্রাথমিক চিকিৎসা,ব্যক্তিগত পরিস্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *


সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675