• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • newsgonodhoniprotidin@gmail.com
  • +88-01727-202675

রিকশা-অটোরিকশা থেকে চাঁদা তোলায় চারজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা উপজেলায় রিকশা ও অটোরিকশা থেকে চাঁদা তোলার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বাঘা উপজেলা সদরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।
গ্রেপ্তার চারজন হলেন- উত্তর মিলিকবাঘা গ্রামের আবদুর রহমান ওরফে রানা (২৭), পলাশী ফতেপুর গ্রামের সোহাগ আলী (২৬), পলিগ্রামের মো. আশাদুল (৩৫) এবং নাটোরের লালপুর উপজেলার রাধাকান্তপুর গ্রামের বিপ্লব আহম্মেদ (২৯)। তাদের কাছ থেকে কিছু নগদ টাকা ও টালি খাতা জব্দ করা হয়েছে।
বুধবার বিকালে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, এই চারজন ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজি চালিত অটোরিকশা চালকদের কাছ থেকে সিরিয়ালের নামে জোর করে টাকা আদায় করতেন। টাকা না দিলে গাড়ি ভাঙচুরও করতেন তারা।
এ অভিযোগে তাদের বিরুদ্ধে বাঘা থানায় একটি মামলা করা হয়েছে। রাতেই আসামিদেরও থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাদের আদালতে পাঠায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *


সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675